মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১০/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কবি রবীন্দ্র কাছারি বাড়ির অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। পরে অডিটোরিয়াম পরিদর্শন করেন সেনাবাহিনী। গত ৮ জুন সোহান নামের প্রবাসী তার পরিবার নিয়ে কাচারি বাড়ি ঘুরতে গেলে। রবীন্দ্র কাচারি বাড়ি কর্মরত কর্মকর্তা ও কর্মচারী কে গেটের টিকিট দেখানো কে কেন্দ্র করে সোহানের পরিবার সহ সোহানকে বিদারক মারপিট করে অডিটোরিয়ামে আটকে রাখা হয় তার প্রেক্ষিতে ১০ ই জুন প্রবাসী সোহান এর নেতৃত্বে মঙ্গলবার সকালে শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মানববন্ধন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির সামনে এসে এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা মেইন গেট খুলে ভিতরে প্রবেশ করে। পরে কাছারি বাড়ি অডিটোরিয়াম অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম আলী বলেন, ‘কাছারি বাড়িতে নৈরাজ্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ির প্রধান গেটের ফলকে একটা নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। নোটিশে লেখা আছে এতদ্বারা সকল দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত: রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর অনির্দিষ্টকালের জন্য সকলের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে। দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।