দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ
জনাব তুহিন রেজা সম্প্রতি সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) হিসেবে যোগদান করেছেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাঁচবিবি সার্কেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে পাঁচবিবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় এএসপি তুহিন রেজা বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করব। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
পাঁচবিবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন,
“নবাগত কর্মকর্তার যোগদানে আমরা আশাবাদী। তার নেতৃত্বে পাঁচবিবি সার্কেল আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে।”
উল্লেখ্য, জনাব তুহিন রেজা একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কঠোরতা ও মানবিকতার সুনির্বাচিত ভারসাম্যে বিশ্বাসী।