ওমর ফারুক আহম্মদ
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জেলা বিএনপির জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ জুন বিকালে মডেল মোড়ে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
জনসংযোগ ও পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ও যুগ্ন আহবায়ক এসব মনিরুজ্জামান দুদু, বারহাট্টা উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ, নব্য নির্বাচিত সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক আজাদ, যুগ্ন আহবায়ক আক্কাস আলী, যুগ্ন আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক ডাক্তার আনোয়ারুল হক উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন ২৫ মে বারহাট্টা উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে যারা প্রতিদন্দিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় পরাজয় থাকবে। বারহাট্টা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে গিয়ে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমি আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে বারহাট্টা বিএনপিকে আরো গতিময় করে তুলবো।