মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১১/০৬/২০২৫ ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে পৌছে গেছে। বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পর এবার জামায়াত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেলে।এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি আজ তার নির্বাচনী এলাকায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা ময়দান উল্লাপাড়া পৌরসভা, সদর,বড়হর, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে এ সব কথা বলেন। উল্লাপাড়া পৌরসভা শাখা আমীর জনাব মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে পঞ্চক্রোশী ইউনিয়ন সভাপতি জনাব মো: শামীম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি জনাব মোঃ হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারী জনাব মাঃ আলাউদ্দিন আল – আজাদ, সাবেক আমীর ডঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব মাওঃ আব্দুল বারী, বড়হর ইউনিয়ন আমীর জনাব শাহীন আলম,সদর ইউনিয়ন সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, যুব বিভাগের সেক্রেটারী জনাব আল- আমিন হোসেন, পৌর সেক্রেটারী জনাব মোঃ আব্দুল কাদের,বড়হর ইউনিয়ন সেক্রেটারী জনাব আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন সেক্রেটারী ডাঃ আলহাজ্ব উদ্দিন, পঞ্চক্রোশি ইউনিয়ন সেক্রেটারী হাফেজ মনিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।