মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ১৪/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জ জেলা সদরের ভাঙাবাড়ি এবং সর্দারপাড়া এলাকায় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার ১৩ ই জুন ২০২৫ ইং বিকেল থেকে এ অভিযান শুরু হয়েছে। এর আগে গত ৩ দিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙাবাড়ি এবং সর্দারপাড়ার দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ফলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যায়। এতে ভাঙাবাড়ি-সর্দারপাড়ায় যৌথবাহিনীর অভিযানে ১৭ জন গ্রেপ্তার। এ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাঠিশোঠা উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের যৌথবাহিনী। ফলে উক্ত এলাকায় শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে বলে
জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।