রাসেল শেখ :
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট -পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বনগ্রাম গোপালের দোকান নামে পরিচিত স্থানে ১৩/০৬/২৫ তারিখ সন্ধ্যা ছয়টায় ৩০ মিনিটে সড়ক দূর্ঘটনায় এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয় । নিহত ব্যক্তির নাম বাদশা(৪৫)। তার বাড়ি দাসখালী গ্রামে। তিনি বাধাল বাজার থেকে ভ্যানে আটার বস্তা নিয়ে আসার সময় কেশপুরের দিক থেকে দ্রুতগামী ছুটে আসা হামিম পরিবহনের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। তার মাথা সম্পূর্ণ থেতলে যায়। নিহতের সাথে ভ্যানে তার স্ত্রী ছিলেন। নিহতের স্ত্রী ও মারাত্মকভাবে আহত হন ।তিনি এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাদশা মিরজাহান এর ভাই এবং আলতাফ দারোগা এর শ্যালক।
নিহত বাদশার ১৫ বছর বয়সের এক ছেলে এবং ১২ বছর বয়সের এর কন্যা সন্তান রয়েছে।
হাইওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নিয়ে যান। হাইওয়ে পুলিশ নিহতের স্বজনদের জানান ময়নাতদন্ত শেষে তারা নিহাতের লাশ স্বজনদের কাছে ফিরিয়ে দেবেন।
এদিকে ঘাতক বাসটির চালক পালিয়ে যাওয়ার জন্য দ্রুত চালাতে থাকে। কিন্তু বাধাল বাজার এস – আর হোটেলের সামনে এসে পালাতে না পেরে গাড়ি রাস্তায় রেখেই চলো পালিয়ে যায়।