দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওবায়দুর (৫৫)। তিনি মালিদহ গ্রামের মৃত ছহিরদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মালিদহ গ্রামের ওবায়দুরের সঙ্গে প্রতিবেশী ছইমুদ্দিনের দীর্ঘদিন ধরে তিন শতক জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন ছিল। শুক্রবার দুপুরে ছইমুদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ওবায়দুরের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। হামলার এক পর্যায়ে ওবায়দুর মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।