মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১৪/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রগতি লাইফ ইনন্সুরেন্স লিমিটেড এর উল্লাপাড়া সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত ঈদ পৃনর্মিলনী ও ব্যবসায়ীদের পরিকল্পনা কর্মশালা ২০২৫ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৪ ই জুন শনিবার সকাল দশটায় স্থান: ধান শালিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি হল, উল্লাপাড়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন (প্রকল্প প্রধান , আইপিএল আইরিশ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সরোয়ার রইচ জিএম এন্ড ইনচার্জ টঙ্গী সার্ভিসিং সেল , বিষেশ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন , এস.এম মেহেদী হাসান – জাতীয় দৈনিক নববানী পএিকা নির্বাহী সম্পাদক , এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: রুহুল আমিন সরকার বিশিষ্ট ব্যবসায়ী সার্বিক তস্তাবাধায়নে ছিলেন মোছাঃ ফাতেমা খাতুন ব্রাঞ্চ ম্যনেজার উল্লাপাড়া এজেন্সি অফিস, উক্ত অনুষ্ঠানে ব্যবস্যা উন্নয়নের সার্থে আলোচনা করা হয় এবং বীমার যে সুবিধা অসুবিধা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপস্থিত উল্লেখিত ব্যক্তিবর্গ গনেরা অনুষ্ঠানের শেষে সকল কর্মীদের হালকা নাস্তার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়েছে।