পুলিশ অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব এর দিক নির্দেশনা মোতাবেক এএসআই/মোঃ কলিম উদ্দিন, এএসআই/সুজন কুমার দাসের নেতৃত্বে দূরসাহসিক অভিযানের মধ্য দিয়ে সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে ১৪/০৬/২০২৫ তারিখ জুম্মাবার রাতে চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৪১০/২১ (চকবাজার), দায়রা নং-৩৫২৩/২২ মূলে আসামী রিমা আক্তার (২৪), স্বামী-মৃত মোরশেদ আলম চৌধুরী, পিতা মোঃ হারুন মুরাদ, সাং-ছালেহ আহমেদ চৌধুরী বাড়ী, চর রাঙ্গামাটিয়া, পোঃ-মোহরা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও সিআর-১২২৯/২৪ (চান্দগাঁও), ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ মূলে আসামী ০২। মোঃ সোহরাব হোসেন (৩৩), পিতা-মোঃ নুরুল আলম, মাতা-শিরিন বেগম, সাং-বাহির সিগন্যাল বেপারী পাড়া, সিরাজ সওদাগরের বাড়ী বিল্ডিং, ৫ম তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।