মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ১৬/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শিক্ষক মিলনায়তে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১০ ই জুন বিকেলে সিরাজগঞ্জ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকিত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো: আজাদ হোসেন। তিনি বলেন একজন আদর্শবান শিক্ষক নিয়ম অনুযায়ী সঠিক ভাবে ক্লাস নিতে হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ভালো করে বুঝাতে হবে। শিক্ষার্থীরা যেনো বাড়িতে নিয়মিত লেখা পড়া করে। অভিভাবকদের খোঁজ-খবর রাখতে হবে যে, তার সন্তানেরা কলেজে ঠিক মত পৌঁছে কী না। এভাবে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক আন্তরিক হলেই এই তিনটি বিষয়ের সমন্বয়ে শিক্ষার গুনগত মানউন্নয়োন করা সম্ভব। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক এমপি সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা এম আকবর আলী। তিনি বলেন শিক্ষার্থীদের পড়াতে হলে আগে শিক্ষক কে ভালো করে বিষয় ভিত্তিক পড়তে হবে। তাহলেই শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াতে পারবেন এবং লেখা পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শিক মানুষ হিসেবে গড়তে তুলতে পারবে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী। এ অনুষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়োনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মোঃ শরিফ-উস-সাইফ, জামাল পুর জাহেদা-শফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা,সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রাজ্জাক, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউল করিম, বেলকুচি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানের শুরুতে সকল কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।