1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
‎শিক্ষার গুনগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার সরকারি কলেজ গুলোর অধ্যক্ষদের সাথে ডিজি প্রফেসর ড.মো: আজাদ হোসেনের মতবিনিময় সভা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাত পোহালেই জগন্নাথের রথযাত্রা উৎসব, চলছে তোর জোর, আকর্ষণ পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল সারা ভারতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা বিশিষ্ট শিক্ষাবিদ,সাহিত্যিক,গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের ইন্তেকাল আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন আই বি ডব্লিউ এফ’র ঈদ পুনর্মিলনী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকের চাঁদা দাবির অভিযোগ: মুদি দোকানিকে গরু কেনার টাকা দাবি করে হুমকি শেরপুরের নালিতাবাড়িতে ভারতীয় মদ সহ আটক-১ জামালপুর শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্ররুত্ব গ্রেপ্তারের দাবীতে বিক্ষোব সমাবেশ উনুষ্ঠিত হাইওয়ে সড়ক যানজটমুক্ত করতে রাতদিন কাজ করে যাচ্ছেন মালুম ঘাট হাইওয়ে পুলিশ অবৈধভাবে পাচারকালে ১৩ জন পাচারকারীকে আটক বড়হাতিয়া জগন্নাথ দেবের শুভ রথ যাত্রায় প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত

‎শিক্ষার গুনগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার সরকারি কলেজ গুলোর অধ্যক্ষদের সাথে ডিজি প্রফেসর ড.মো: আজাদ হোসেনের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎তারিখ : ১৬/০৬/২০২৫ ইং

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শিক্ষক মিলনায়তে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১০ ই জুন বিকেলে সিরাজগঞ্জ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকিত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো: আজাদ হোসেন। তিনি বলেন একজন আদর্শবান শিক্ষক নিয়ম অনুযায়ী সঠিক ভাবে ক্লাস নিতে হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ভালো করে বুঝাতে হবে। শিক্ষার্থীরা যেনো বাড়িতে নিয়মিত লেখা পড়া করে। অভিভাবকদের খোঁজ-খবর রাখতে হবে যে, তার সন্তানেরা কলেজে ঠিক মত পৌঁছে কী না। এভাবে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক আন্তরিক হলেই এই তিনটি বিষয়ের সমন্বয়ে শিক্ষার গুনগত মানউন্নয়োন করা সম্ভব। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক এমপি সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা এম আকবর আলী। তিনি বলেন শিক্ষার্থীদের পড়াতে হলে আগে শিক্ষক কে ভালো করে বিষয় ভিত্তিক পড়তে হবে। তাহলেই শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াতে পারবেন এবং লেখা পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শিক মানুষ হিসেবে গড়তে তুলতে পারবে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী। এ অনুষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়োনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মোঃ শরিফ-উস-সাইফ, জামাল পুর জাহেদা-শফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা,সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রাজ্জাক, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউল করিম, বেলকুচি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানের শুরুতে সকল কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি