মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ১৭/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক শেরে বাংলা স্মৃতি পদক- ২০২৫ গ্রহণ করলেন ১৬ ই জুন ২০২৫ ইং শেরে বাংলা স্মৃতি পদক-২০২৫ গ্রহণে শুভেচ্ছা জানিয়ে। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এর উদ্যোগে আগামী ২৪ জুন ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন, ৩৭/এ, সেগুনবাগিচা (চিটাগাং হোটেলের পার্শ্বে), ঢাকায় “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভার কার্যক্রম চলছে বলে জানা যায়। শেরে বাংলা স্মৃতি পদক-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ জাকারিয়া (সাবেক সচিব) চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটি, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ। আপনাদের কে আনন্দের সাথে জানাচ্ছি যে, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আমাদের সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী আপনাকে শেরে বাংলা স্মৃতি পদক-২০২৫ প্রদানে প্রাথমিকভাবে মনোনীত করেছে।