দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জাকস ফাউন্ডেশন শল্পী-০২ শাখা, ধামইরহাট, নওগাঁ অফিসে আজ মঙ্গলবার (১৭ জুন) পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক জনাব আফতাব আলী, সহকারী পরিচালক ইসমাইল হোসেন এবং আঞ্চলিক ব্যবস্থাপক সামসুল আলম।
পরিদর্শনকালে তারা শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মপরিকল্পনা, সেবার মান বৃদ্ধি ও টিম ব্যবস্থাপনার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তারা।
শাখা ব্যবস্থাপক মামুন খান তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং পরিদর্শন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, “মাননীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণের দিকনির্দেশনা ও পরামর্শ আমার কাজের গতি ও মান উন্নয়নে সহায়ক হবে। আজকের দিনটি আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও কর্মীদের দায়িত্বশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।