1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিপ্লবের একটা আওয়াজ থাকে সেই আওয়াজের নাম মোঃ শাহাজান আলী - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় কুখ্যাত ২ ডাকাত গ্রেপ্তার সাজেকে পাহাড় ধস: ১০ ঘণ্টা পর সচল যোগাযোগ, ফিরছে আটকা পড়া ৪২৫ পর্যটক আরএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার তাবেদারি নয়, ত্যাগের রাজনীতি চাইঃমোরেলগঞ্জে চরমোনাই পীর সাহেব শেরপুরের নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু,পরিবারে শোকের ছায়া জামালপুর সদর দিগপাইত গোপনীথপুর গ্রামের রুবেল মিয়ার পৈত্রিক সূত্রে পাওয়া জমি হামিদুল ইসলাম গং কতৃক বেদখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের রাঙামাটি পৌর জাসাস এর আওতাধীন নিম্নলিখিত ৯ নং ওয়ার্ড জাসাস আংশিক কমিটি গঠিত গণঅধিকার পরিষদের প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

বিপ্লবের একটা আওয়াজ থাকে সেই আওয়াজের নাম মোঃ শাহাজান আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ঃ

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার, ভেড়ামারা বাসীর অন্যতম অভিভাবক এবং গন মানুষের কন্ঠস্বর ও তরুণ সমাজের আইকন।
একজন বিপ্লবী নেতা এবং আপনি সেই নেতা যাকে বন্দুক ঠেকালেও নোয়ানো যায় না। বরং গানপয়েন্টের সামনে দাঁড়িয়েও যোগ্য নেতা হিসাবে স্বৈরশাসক এর বিরুদ্ধে পরিস্থিতি মোকাবিলা করার সাহস আপনার আছে, পরিস্থিতি আপনার পক্ষে থাক বা না থাক, কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদে এক জোড়ালো কন্ঠস্বর।

আপনার অনুপ্রেরণায় জাতীয়তাবাদের প্রতি ভালবাসায় সিক্ত হয়ে তরুণ সমাজের রাজনীতে তৈরি হয়েছে অসংখ্য তরুণ নেতাকর্মী,, সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আপনার নেতৃত্ব, আপনাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে আপনি প্রমান করেছেন আপনার যোগ্য নেতৃত্বে মানুষ আপনাকে ভালবাসায় সিক্ত করেছে,, আপনি হচ্ছেন নগরের রাজনৈতির ভবিষ্যতে কান্ডারী ও নগর উন্নয়ন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক।

সাম্রাজ্যবাদের স্বৈরশাসক এর বিষাক্ত দৃষ্টি কে সৌন্দর্য্যের ভুমিতে পরিনত করার প্রয়াস সব সময়ই আপনার ছিলো, সমাজের মানচিত্র চিবিয়ে খাওয়ার ক্ষুধা যাদের তাদের বিরুদ্ধে আপনার খবরদারি, অন্যায়ের উর্ধ্বে যাওয়ার স্পর্ধা, শরীরী ভাষায় স্পষ্ট যে নতুন কোনো আপ শক্তির আগমণকে আটকে দেওয়া আর এই সমাজ টাকে নতুন রুপ সাজানো আপনার লক্ষ্য ও গন্তব্য ।

আপনার কোন ইনসিকিউরিটি লাগে না প্রাচুর্যের সবটুকুই আপনার তবুও মানুষ কে হৃদয় নিংড়ে ভালবাসার শক্তি কেবল আপনারই আছে। অজানা আতংকের কাছে বন্দি মানুষ কেবল আপনার কাছেই ভরসা খুঁজে ক্ষমতার টেবিলে পিছিয়ে থেকেও ক্ষমতাবানদের চোখে চোখ রেখে অবস্থান দেখিয়ে দেবার ক্ষমতা শুধু আপনার মধ্যে বিরাজ মান
এতে না আছে ভয় না আছে শংকা।

ইতিহাস সাক্ষী অধিকার আদায়ে লড়ে যাওয়া মাথার উচ্চতা ওই এভারেস্ট চুড়ার চেয়েও বেশি হয়। যেটাকে অভিজাত রাজাদেরও কষ্ট করে ঘাড় উচিয়েই দেখতে হয়, আপনি সেই রাজা নন,আপনি বিল্পবের রাজা
কারণ মানুষ দেখেছে আপনি যখন নেতৃত্বে আসীন হয়েছেন, আপনার ব্যক্তিস্বার্থ নয়; দেশ ও জাতির কল্যাণচিন্তাকেই প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়; দেশের স্বাধীনতা, অধিকারহারা মানুষের অধিকার আদায় এবং নির্যাতিত মানুষের পক্ষে আপনি রেখেছেন অসামান্য অবদান। আর তা করতে গিয়ে শিকার হয়েছেন শাসক-শোষকের জুলুম-নির্যাতনের।
যদি কেউ তা অস্বীকার করেন, তাহলে বলব, তিনি হয় সত্যকেই অস্বীকার করছেন অথবা রয়েছেন বাস্তবতা থেকে বহু ক্রোশ দূরে।

দোয়া ও শুভ কামনা রইল
প্রিয় রাজনৈতিক অভিভাবক

জনাব মোঃ শাহাজান আলী
সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি
সাবেক(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ভেরামারা উপজেলা পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি