মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ৫০ শয্যার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।
বিশেষ করে চরাঞ্চলসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত দরিদ্র রোগীরা চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ওষুধ সরবরাহ করলেও অধিকাংশ ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে রোগীদের।
গত বুধবার সরেজমিন হাসপাতাল ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এ সময় পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা সাঘাটা গ্রামের মজিদ নামের এক রোগী জানান, হাসপাতাল থেকে কিছু ওষুধ দিয়েছে, কিন্তু স্যালাইন বাইরে থেকে কিনে আনতে হয়েছে। অ্যাজমায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া সাধন কুমার ঘোষ জানান, ডাক্তার ইঞ্জেকশন লিখে দিয়েছে, কিন্তু সেটা বাইরে থেকেই কিনে আনতে হয়েছে। মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা মাথায় আঘাতপ্রাপ্ত জনি খাতুনের মা বলেন, এখানে এন্টিবায়োটিক শেষ হয়ে গেছে, বাইরে থেকে কিনতে হয়েছে।
অন্যদিকে মারামারির ঘটনায় আহত হয়ে পাঁচদিন ধরে ভর্তি থাকা লাইলি বেগম বলেন, প্রায় সব ওষুধই বাইরের দোকান থেকে কিনে আনতে হচ্ছে। যারা গরিব, তাদের জন্য এটা অনেক কষ্টকর।