আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-
ঝালকাঠির রাজাপুরে ২০ জুন ২০২৫ ইং উপজেলার বাইপাস এলাকা থেকে শুরু হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথনের অন্যতম উদ্যোক্তা ছিলেন রাজাপুর উপজেলার সাউথপুর এলাকার শাহ আলম। তিনি জানান, “তরুণদের স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করা হবে, যাতে তরুণ সমাজ ক্রীড়ার প্রতি আরও উৎসাহিত হয়।