দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
পথ ভুলে হিলিতে চলে আসা রবিউল (১১) নামের এক শিশুকে তার মা, মামা ও নানির জিম্মায় হস্তান্তর করেছে হাকিমপুর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে থানায় আনুষ্ঠানিকভাবে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক।
জানা গেছে, শিশুটির নাম রবিউল, বয়স ১১ বছর। তার পিতার নাম দারাজ, গ্রাম কাটলা, থানা বিরামপুর, জেলা দিনাজপুর। বর্তমানে সে তার মা ও নানার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামে বসবাস করে। তার নানার নাম সুফির ও নানির নাম জোসনা।
পুলিশ জানায়, শিশুটি হিলি সীমান্ত এলাকায় পথ হারিয়ে ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করে স্বজনদের খোঁজ নিয়ে থানায় ডেকে এনে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
হাকিমপুর থানার পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি মানবিক উদাহরণ স্থাপন করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।