স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে স্টেডিয়াম এলাকায় শুক্রবার (২০ শে জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে ১১০ পিস ইয়াবাসহ ইমন নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত ইমন বনপাড়ার হালুয়া গ্রামের বাবলুর ছেলে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। স্থানীয় এলাকায় তিনি একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা লালপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।