1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মাদারীপুরের শিবচরে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিউইর্য়ক প্রবাসী শিলা”র মা ও লিটনের শাশুড়ি খুরশিদা বেগমের ইন্তেকাল ভাবকী খ্রীষ্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টির আনন্দঘন আয়োজন থানায় ঢুকে হামলা, আহত পুলিশ সদস্য নান্দাইল রসুলপুর বাণিজ্য বাজার সংলগ্ন কাঁচামাটিয়া নদীর পাশে বর্ষার বৃষ্টিতে পাকা রাস্তা ভাঙন, ঝুঁকিতে যান চলাচল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দিনাজপুরে ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্জ্বলন জয়নগর দুই নম্বর ব্লকের খাদ্যের কর্মদক্ষ ওয়াহিদ মোল্লার উপস্থিতে সাহাজাদাপুর অঞ্চলে “চলো গ্ৰামে যাই, অঞ্চলের আঁচল সভা অনুষ্ঠিত হল গাজায় ১১৫ জন অনাহারে মৃত: আর কত লাশে জাগবে বিশ্ব বিবেক? বোয়ালখালীতে সিফাতের মৃত্যু নিয়ে সন্দেহের জাল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় কুখ্যাত ২ ডাকাত গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্রের খেলোয়াড় ও স্থানীয়রা।

শুক্রবার (২০ জুন) বিকেলে পৌরসভার ৯নং ওর্য়াডে অবস্থিত সাবেক (ইকবাল ক্লাব) বর্তমানে ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্র মাঠে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্র একটি সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান,যার গভ: নিবন্ধন নং:মাদা-৪১৪/১৭.

জানা গেছে, ১৯৫৪ সালে ৬১ শতাংশ জমির উপর গড়ে উঠে ইকবাল ক্লাব। ততকালীন পাকিস্তানের জনপ্রিয় কবি ইকবাল’র সাথে নামকরণ করে এই মাঠের নাম করা হয় ইকবাল ক্লাব। এরপরে ২০১৭ সালে এই ক্লাবের নাম পরিবর্তন করে আবদুল লতিফ খান ক্রীড়াচক্র রাখা হয় ও তার সাথে মাঠের পরিধি আরও বড় করা হয়।ক্লাবটি সমাজ সেবা অধিদপ্তরের থেকে নিবন্ধন করা হয় যার রেজি নং-মাদা-৪১৪/১৭। কিন্ত বর্তমানে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে পায়তারা করছে এই খেলার মাঠ দখলের জন্য।

উপস্থিত খেলোয়াড়রা বলেন,‘আমাদের বাপ দাদারা এই মাঠে খেলাধূলা করেছে।আমরাও এই মাঠে খেলে বড় হয়েছি।আমাদের সাথে এই মাঠের স্মৃতি অনেক যা বলে বোঝানো যাবে না। কিন্ত কিছু দিন যাবত কিছু কুচক্রী মহল মাঠটি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে।আমরা এটা হতে দিবো না।কারণ অএ এলাকায় এটিই একমাএ খেলার মাঠ।’

ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্রের কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো.আবুল খায়ের খান বলেন,‘খেলার মাঠ দখল,বিষয়টি খুবই দুঃখজনক।এই মাঠটি আপনারা এখন যেমন দেখছেন আগে এমন ছিলো না।মাঠের পূর্বের অবস্থা ছিলো-মাঠটি প্রায় প্রধান সড়ক থেকে ১০ ফিট নিচু ছিলো,মাঠের পশ্চিমে ছিলো বড় পুকুর, আর উওরে ছিলো একটি পকেট খাল কিন্ত উপশহর গড়ে ওঠার কারণে তার মুখ বন্ধ হয়ে যায়,আর মাঠের দক্ষিণে ছিলো আরও একটি ডোবা।যা বিভিন্ন সরকারি অনুদান ও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫৯ লাখ টাকা দিয়ে বালু ও মাটি ভরাট করে আজকে মাঠের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কিন্ত বর্তমানে কিছু কুচক্রী মহল মাঠের বিভিন্ন কোনায় খুটি কুপে মাঠটি দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা কোন মতে হতে দেওয়া যাবে না। তাই সকলে ঐক্য থেকে এই কুচক্রী মহলকে শক্ত হাতে দমন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি