1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আশাশুনিতে ইনসাফ মেডিকেল কর্নারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকে নামে , থানায় মামলা দায়ের ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল -না প্রকৃত ভূমিহীনরা চট্টগ্রাম সিটিতে যানজটের কারণে নগরবাসী অতিষ্ঠ বেলকুচিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত বগুড়া ধুনটে তরুন সমাজ কতৃক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন নোয়াখালীতে বন্যায় সূফী সাহিত্য পল্লী গনপাঠাগার ক্ষতিগ্রস্থ পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত:

আশাশুনিতে ইনসাফ মেডিকেল কর্নারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ইনসাফ মেডিসিন কর্নার (ফার্মেসি)’র বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন বিক্রির অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,বুধহাটা গ্রামের বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ী ফারুক হোসেন শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তার দোকান থেকে একটি ইনজেকশন নিয়ে যান। ইনজেকশনটা মেয়াদ উত্তীর্ণ থাকায় ডাক্তার সেটি তার শরীরে প্রয়োগ করেননি। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে সাংবাদিকদের সাথে নিয়ে তার দোকানে গেলে উক্ত ইনজেকশন বক্স বের করতে বললে দেখা যায় উক্ত বক্সে যতগুলো ইনজেকশন রয়েছে সবগুলো মেয়াদ উত্তীর্ণ।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন ভুলবশত এ ঔষধটি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইনসাফ মেডিকেলের মালিক আশরাফুল আলম তুহিনে সাথে কথা বললে তিনি বলেন, উক্ত ইনজেকশনটি আমি হাতে দিয়েছি কোন অবস্থাতে মেয়াদ উত্তীর্ণ থাকার কথা না। এ সময় একাধিক ব্যক্তি সাংবাদিকদেরকে বলেন,প্রায় সময় তার দোকানে এমন ঘটনা ঘটে এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির লোকের সাথে দুর্ব্যবহার করে এবং মেডিসিনের টাকা সময় মত পরিশোধ করেন না বলেও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঔষধ কোম্পানির প্রতিনিধি মোঃ আব্দুল কালাম তার মেডিসিনের টাকা আনতে গেলে তার দোকানে থাকা কর্মচারীরা তার সাথে মারমুখী আচরণ করেন সেখানে কয়েক শত মানুষ উপস্থিত হয় উক্ত মেডিসিন দোকানদারকে কোম্পানির সাথে এ ধরনের ব্যবহার না করতে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য ইনসাফ মেডিকেলের বিরুদ্ধে বিগত এক মাস আগে একটা শিশু বাচ্চার প্রেসক্রিপশনে একটা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করেন বিষয়টি নিয়ে তার কাছে সাংবাদিকরা উপস্থিত হয় এবং এ বিষয়ে বিভিন্ন পত্রিকা নিউজ ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ হয়েছে। স্থানীয়দের দাবি এই ইনসাফ মেডিকেলের বিরুদ্ধে একাধিকবার নিউজ হয়েছে বিভিন্নভাবে তাকে সতর্ক করা হচ্ছে কিন্তু সে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষ কাছে দাবি জানিয়েছে সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি,সাতক্ষীরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি