1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
৫৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
‎কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে আহত আলমগীরকে আর্থিক সহায়তা দিলেন মহেশপুর ইউএনও খাদিজা আক্তার বারহাট্টায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিয়ারপাড়া ও সুজাপাড়া কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্তুর স্থাপন দেশের সেরা স্পাইন সার্জনদের একজন — ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা রাজাপুরে অর্ধযুগ ধরে স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা, বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে দিনাজপুর মহিলা পরিষদের শোক র‌্যালী রাণীশংকৈলে ১১ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, জরিমানা ২০ হাজার

৫৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎বিশেষ প্রতিনিধি
‎তারিখ: ২২/০৬/২০২৫ ইং

‎ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়ে বলেন, “জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড় শুরু করেছে।”
‎২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন। তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন, কেউ কেউ পাবেন এক কিস্তির। সবমিলিয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৫৬ লাখ। উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশআউট চার্জ কাটবে না উপবৃত্তিধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে, উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থীকে ৮২৪ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী ৮৭২ কোটি টাকা দেওয়া হচ্ছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১২০০ টাকা; অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৫০০ টাকা; নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৮০০ টাকা উপবৃত্তি পান। এছাড়াও দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ এককালীন ১০০০ টাকা পান। আর একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতিমাসে ৪০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ২৪০০ টাকা
‎উপবৃত্তি পান। বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১০০০ টাকা পেয়ে থাকেন। আর ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১৩০০ টাকা পেয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি