মোঃ দেলোয়ার হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার সঠিক বিচার চেয়ে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের মৃত ইন্দ্রজিত বর্মণ প্রায় ২৭ বছর পূর্বে চড়া কেশবপুর গ্রামের মৃত আলেক সরকারের নিকট থেকে কেশবপুর মৌজার জেএল নং-৭১, দাগ নং-৭২৭ থেকে ১০.৫ শতকের মধ্যে ৪ শতক জমি ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে ইন্দ্রজিতের ছেলে নিরেশ চন্দ্র বর্মণ ও তার পরিবার বসবাস করছেন। জমির উপর ঘর নির্মাণ করে খড়ের ব্যবসাও করে আসছেন তারা।
লিখিত অভিযোগে নিরেশ চন্দ্র বর্মণ উল্লেখ করেন, গত ৯ জুন চড়া কেশবপুর গ্রামের মৃত কিনু সরকারের ছেলে মো. বাবুল সরকার এবং মৃত আলেক সরকারের ছেলে আরাফাত হোসেন বিদ্যুৎ সরকার স্বেচ্ছায় আমিন ডেকে জমি মাপযোগ করে আমাদের জমির মধ্যে থেকে প্রায় ২ শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়। এসময় তারা আমাদের লাগানো বাঁশের বেড়া, খুঁটি ও টিনের চালা ভেঙে ফেলে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরাফাত হোসেন বিদ্যুৎ সরকার বলেন, “আমরা সরকারি আমিন ডেকে জমি মেপে আমাদের অংশ বুঝে নিয়েছি। কারো জমি জোর করে দখল করিনি।”
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করা হয়।