1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পটুয়াখালী ভার্সিটির,র কৃষি অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি : হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র উদ্বেগ চট্টগ্রাম ১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছেন নাদিম চৌধুরী ‎কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে আহত আলমগীরকে আর্থিক সহায়তা দিলেন মহেশপুর ইউএনও খাদিজা আক্তার বারহাট্টায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিয়ারপাড়া ও সুজাপাড়া কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্তুর স্থাপন দেশের সেরা স্পাইন সার্জনদের একজন — ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা রাজাপুরে অর্ধযুগ ধরে স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা,

পটুয়াখালী ভার্সিটির,র কৃষি অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। এ উপলক্ষে কৃষি অনুষদ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং কর্মচারী প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন নিজেই, এ অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন— “বিশ্ববিদ্যালয় মানেই একটি বুদ্ধিবৃত্তিক নন্দনকানন, যেখানে অনুষদগুলো তার প্রাণ। সেই প্রাণের কেন্দ্রবিন্দু হলেন ডিন। একজন দক্ষ, দায়িত্বশীল ও দূরদর্শী ডিন যেমন একটি অনুষদকে সমৃদ্ধ করতে পারেন, তেমনি তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতেও অসামান্য ভূমিকা রাখতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রফেসর দেলোয়ার হোসেন তাঁর নিষ্ঠা, সততা ও একাডেমিক প্রজ্ঞার মাধ্যমে কৃষি অনুষদকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। তাঁর নেতৃত্বে গবেষণা ও শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা পবিপ্রবিকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। এই অভিযাত্রায় প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরকে সহযোগিতা করতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কৃষি অনুষদের ভূমিকা অপরিসীম। আমি প্রত্যাশা করি, আমাদের নবনিযুক্ত ডিন এই গুরুদায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের ক্ষেত্রে কৃষি অনুষদের অগ্রণী ভূমিকা রয়েছে। নতুন ডিন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এই বিশ্বাস আমার দৃঢ়। আমি অনুরোধ জানাই, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, সদ্য সাবেক ডিন প্রফেসর ড. পূণেনর্দু বিশ্বাস, প্রফেসর এম. জহুরুল হক, প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং তাঁর প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, “পবিপ্রবির কৃষি অনুষদ দীর্ঘদিন ধরেই গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। প্রফেসর দেলোয়ার হোসেনের হাত ধরে এই অনুষদ আরও গৌরবোজ্জ্বল পথ রচনা করবে।”

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু প্রশাসনিক পদ নয়—এটি একটি পবিত্র আমানত। আমি শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গবেষণার প্রসারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য ও ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি প্রজ্ঞাবান নেতৃত্বের সূচনা হলো আজ—যার প্রত্যাশা, কৃষি অনুষদের নতুন অধ্যায় রচিত হবে আন্তরিকতা, একাগ্রতা ও অবিচল পেশাদারিত্বের আলোকে।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি