কামরুল ইসলাম
সিএমপি’ মেট্রোর আকবর শাহ থানার নবাগত পুলিশ অফিসার ইনচার্জ আরিফুর রহমান কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে জিআর সাজা (৫ বছর) পরোয়ানাভূক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই/ ইসমিট চাকমা সঙ্গীয় ফোর্সসহ ২১/০৬/২০২৫ খ্রীঃ তারিখে আকবর শাহ্ থানার মামলা নং ৪০(৭) ১৮ , জিআর ২৮৬/১৮ ,দায়রা নং ৯৪২৫/১৯ ,ধারা মাদক -১৯ (১) ৯(খ) মূলে আসামী ০১। বিবি খাদিজা প্রঃ মুক্তা বেগম, স্বামী-ইদ্রিস মিয়া, সাং-একেখান ফকির তালুক আহমেদুর রহমান সওদাগর বাড়ী, থানা-আকবরশাহকে গ্রেফতারপুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।