চান্দগাঁও থানার ওসি আফতাবের নেতৃত্বে এসআই/মোঃ রাশেদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২২/০৬/২০২৫ তারিখ রাত ০৩:২০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ মনিরুল আবেদীন তকি (২১), পিতা-মোঃ মহিন উদ্দিন সিকদার, মাতা-রাশেদা বেগম রাশু, সাং-বিন্দারহাট, সিকদার বাড়ী, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মুরাদপুর, হামজারবাগ, জাহাঙ্গীর ম্যানশন, ৪র্থ তলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।