1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ডে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন ঘন্টা তালাবদ্ধ ছিলো সদর ইউনিয়ন পরিষদ শেরপুর সীমান্তবর্তী ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক দিনাজপুরে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ডুমুরিয়া উপজেলার‌ রানাই গ্রামের ওমর আলী ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লক্ষ টাকার গাছ কেটে নিয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলার সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চান্দগাঁও থানায় ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ বিলাইছড়ি ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ

২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ডে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎বিশেষ প্রতিনিধি
‎তারিখ: ২১/০৬/২০২৫ ইং

‎গত ২১ জুন ২০২৫ খ্রি: শনিবার ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মোছা. সেলিনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বোর্ডের আওতাধীন আট জেলার ২০৭টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পবিএ কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের উপ-পরীক্ষা (উচ্চ মাধ্যমিক) মোছা. সেলিনা পারভীন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.আরিফুল ইসলাম। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মো: শফিকুল ইসলাম। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী উপস্থিত সকলকে এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সভায় সমাপনী বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রতি আহবান জানান। তিনি বলেন, কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে / হলে বোর্ড কর্তৃক বিধি মোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এবার ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিভাগের ৭৫৫টি কলেজের ৬৮ হাজার ৯৬০ জন ছাত্র এবং ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রীসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ২০৭টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করবে। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এসএম গোলাম আজম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি