মো: মোসলেম উদ্দিন সিরাজী
বিশেষ প্রতিনিধি
তারিখ: ২১/০৬/২০২৫ ইং
গত ২১ জুন ২০২৫ খ্রি: শনিবার ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মোছা. সেলিনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বোর্ডের আওতাধীন আট জেলার ২০৭টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পবিএ কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের উপ-পরীক্ষা (উচ্চ মাধ্যমিক) মোছা. সেলিনা পারভীন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.আরিফুল ইসলাম। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মো: শফিকুল ইসলাম। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী উপস্থিত সকলকে এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সভায় সমাপনী বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রতি আহবান জানান। তিনি বলেন, কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে / হলে বোর্ড কর্তৃক বিধি মোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এবার ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিভাগের ৭৫৫টি কলেজের ৬৮ হাজার ৯৬০ জন ছাত্র এবং ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রীসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ২০৭টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করবে। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এসএম গোলাম আজম।