1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
‎কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে আহত আলমগীরকে আর্থিক সহায়তা দিলেন মহেশপুর ইউএনও খাদিজা আক্তার বারহাট্টায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিয়ারপাড়া ও সুজাপাড়া কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্তুর স্থাপন দেশের সেরা স্পাইন সার্জনদের একজন — ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা রাজাপুরে অর্ধযুগ ধরে স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা, বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে দিনাজপুর মহিলা পরিষদের শোক র‌্যালী রাণীশংকৈলে ১১ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, জরিমানা ২০ হাজার

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

ভাটইবাজারে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা
ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এই মহাসড়কের ভাটইবাজার অংশটি বর্তমানে এতটাই নাজুক ও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিন হাজারো মানুষের চলাচল এখন যেন জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করার মতো এক অভিজ্ঞতা।

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে—রাস্তার অধিকাংশ জায়গায় রয়েছে বড় বড় গর্ত, চারপাশে কাদা-পানিতে ভরা, কোনো কোনোটিতে আবার ইট-বালু দিয়ে অস্থায়ীভাবে ঢেকে রাখা হয়েছে। একটু বৃষ্টিপাত হলেই পুরো রাস্তা পরিণত হয় একটি বড় জলাধারে। আর এই পানির নিচে লুকিয়ে থাকা গর্তগুলোর কারণে ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা।

প্রতিদিনই দুর্ঘটনা, ক্ষয়ক্ষতিতে নাভিশ্বাস যানবাহন মালিকদের

সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, বাস, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। ভাটইবাজার অংশটি মূলত একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র, যেখানে বহু মানুষ পণ্য লেনদেন করে থাকেন। অথচ এই গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার এমন বেহাল অবস্থা জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে ভয়াবহ প্রভাব ফেলছে।

স্থানীয় এক ট্রাক চালক জানান,
“প্রতিদিন এই রাস্তা দিয়ে মালামাল নিয়ে কুষ্টিয়া যাই। একদিনও ভয় ছাড়াই যেতে পারি না। কখন যে চাকা গর্তে পড়ে উল্টে যায় কে জানে। গাড়ির সামনের সাসপেনশন, বডি, চাকা—সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিও কেউ দেয় না।”

জনগণের ক্ষোভ: “রাস্তায় হাঁটা যায় না, আবার কোনো কর্তৃপক্ষ দেখেও দেখে না”

রাস্তার পাশে থাকা দোকানদার, বাসিন্দা ও পথচারীদের মধ্যে দেখা গেছে চরম ক্ষোভ ও হতাশা।
স্থানীয় এক বৃদ্ধ বলেন,
“এই রাস্তায় একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না ঠিকমতো। একজন রোগীকে নিলে সে পথে মারা যাবে আগে। এত খারাপ রাস্তা আগে কখনও দেখি নাই।”

এক কলেজছাত্রী জানায়,
“প্রতিদিন কলেজে যেতে হলে পা ভেঙে ফেলার ভয় থাকে। পায়ে পানি-হাঁটু সমান কাদা, গর্ত এই সব মাড়িয়ে যাওয়াটা ভয়ঙ্কর অভিজ্ঞতা।

কাজ শুরু হয়নি, প্রতিশ্রুতি আছে—বাস্তবতা নেই

স্থানীয়রা জানান, বহুবার প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হয়েছে। আশ্বাস অনেক পাওয়া গেছে, কিন্তু বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ একবার বলেছিল বরাদ্দ এলেই সংস্কার হবে। কিন্তু সেই বরাদ্দ যেন বছরের পর বছর অপেক্ষা করেই আছে।
দাবি করছেন সাধারণ মানুষ,অবিলম্বে ভাটইবাজার রাস্তাটি সংস্কার করুক সরকার

সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, চালক—সবাই একবাক্যে বলছেন, “এই রাস্তা দ্রুত সংস্কার না করলে প্রতিদিন দুর্ঘটনায় আহত বা নিহত হওয়ার ঘটনা বাড়তেই থাকবে। জরুরি ভিত্তিতে এই রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হোক।গর্তে ভরা রাস্তা জলে থইথই করছে
পেছনে ট্রাক আটকে আছে কাদায়
রাস্তার পাশে স্থানীয় দোকানগুলো কাদার কারণে বেচাকেনায় ক্ষতিগ্রস্ত ভাটইবাজার বাজারের সামনে দিয়ে সাধারণ মানুষ হেঁটে পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের এমন বেহাল চিত্র শুধু একটি এলাকার সমস্যা নয়—এটি গোটা সড়ক ব্যবস্থাপনার অব্যবস্থার প্রতিচ্ছবি। উন্নয়নের কথা বলা হলেও মাটির বাস্তবতায় সেই উন্নয়ন কোথাও দেখা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি