মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে সিএসএস -এমএফপি’র আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম. রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, গোপালগঞ্জ অঞ্চল।অনুষ্ঠানে ৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে প্রাইজবন্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। এ সকল গুনী ও কৃতি শিক্ষার্থীরা হলেন নিপু বিশ্বাস, পথিক পাল, আব্দুল আজিজ খান, সুপ্রিয়া রঙ্গ, অন্তরা মন্ডল ও শিবনাথ বিশ্বাস প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।