কামরুল ইসলাম চট্টগ্রাম
সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে সিআর পরোয়ানা সহ ০২ জন আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার নেতৃত্বে এসআই/বিপ্লব শামীম রেজা, এএসআই/ আশরাফুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ২৪/০৬/২০২৫ তারিখ রাতে চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সিআর-৯২৩/২৪ (চকবাজার), ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ মূলে আসামী ০১। মোঃ ওমর আলী, পিতা-বক্কর আহমদ, সাং-খাজা রোড, হাজী বশির আহম্মদ কন্ট্রাঃ বাড়ী, পোঃ+থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, সিআর-২৮১/২৫ (চান্দগাঁও), ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ মূলে আসামী ০২। মোহাম্মদ নুর নবী, পিতা-রফিক, সাং-টেক বাজার, সাইমন কলোনী, চান্দগাঁও সি.এম.পি, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।