মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস কালীগঞ্জ :-
তামান্না ছিল মাত্র ১০ বছরের। বাবা মায়ের একমাত্র সন্তান। স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ করে দিল বোমার একটা স্প্লিন্টার। নোংরা রাজনীতির বলি হল আরো একটা তরতাজা ছোট্ট প্রাণ।
আজ ছিল কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিন। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয় পাওয়ার পরই শুরু হয় বিজয়োল্লাস। এর মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। অভিযোগ, সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়া হয় । সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল ১০ বছরের তামান্নার । ঘটনাটি নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে সিপিএম এর অভিযোগ এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়।
অভিযোগ পাল্টা অভিযোগ তো চলবেই, কিন্তু যে যাওয়ার সে চলেই গেল। আর কতদিন দেখতে হবে আমাদের এইরকম হৃদয় বিদারক ছবি। আর কত মায়ের কোল খালি হবে ? একটার পর একটা ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে , সত্যি কি আমরা সভ্য না মধ্যযুগের বর্বর।