মো: মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি
জাতীয়তাবাদী দর্শন এবং দেশপ্রেমকে ভিত্তি করে কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহিউদ্দিন শেখ এক রাজনৈতিক সভায় বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা দাবির পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সুশাসন ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের এখন একটাই কাজ—তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করা।”
মহিউদ্দিন শেখ সমাজ ও রাজনীতিকে ইতিবাচক দিকেই পরিচালনার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলেন,
শুধু আন্দোলন নয়—আমাদের উচিত সমাজে সেবা, যুবদের দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। তবেই সাধারণ মানুষ বিএনপির দিকে প্রত্যাশা নিয়ে তাকাবে।”
তিনি যুবদল ও ছাত্রদল কর্মীদের উদ্দেশ্যে বলেন,
গ্রামে গ্রামে যেতে হবে, মানুষের দুঃখ–কষ্ট শুনতে হবে, ৩১ দফার গুরুত্ব বোঝাতে হবে। এই আন্দোলন জনতার আন্দোলন, এই বিজয় হবে দেশের—ব্যক্তির নয়।”
তিনি স্থানীয় নেতা–কর্মীদের জাতীয় স্বার্থে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।