মো:মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে নিম, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করা হয় এই উপলক্ষে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শুধাঙ্ক শেখর অধিকারী ও উপাধ্যক্ষ নাজমুল হুদা।
এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক ও বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রানা দিদার।
উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক এলাহি, আল-আমিন (রফিক), রাসেল শেখ, বাপ্পি শেখ, কচুয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সভাপতি পদপ্রার্থী হুমায়ুন শেখ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা হাচিবুর রহমান।
এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক হুমায়ুন সহ কলেজের সাধারণ ছাত্ররা।
সবাই মিলে একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্র সমাজের পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।