1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পটুয়াখালী ভার্সিটি'র ভিসির সঙ্গে কর্মকর্তাদের নবগঠিত জিয়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশাশুনিতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আঃ সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গোমস্তাপুরে ২০ হাজার ৭ একর জমিতে আমন চাষ, মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কুড়িগ্রামে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন ৭১০০পিস ইয়াবা সহ ২রোহিঙ্গা আটক রাজবাড়ীতে চাঞ্চল্যেকর ভ্যান চালক রুপলকে পিটিয়ে হত্যা মামলায় শাশুড়ী-পুত্রবধু গ্রেপ্তার সুজানগরের বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ কে গুরুতর আহতকারি শীর্ষ সন্ত্রাসীরা ঢাকায় আটক ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা গোমস্তাপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী ভার্সিটি’র ভিসির সঙ্গে কর্মকর্তাদের নবগঠিত জিয়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের সংগঠন ‘জিয়া পরিষদের(কর্মকর্তা ইউনিট) নতুন কমিটি গঠিত হয়েছে। (২৫ জুন) ভাইস-চ্যান্সেলর এর সঙ্গে নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে বেলা ১১টা ৩০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতেই সকল সদস্যের পরিচয় উপস্থাপন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ শাহজালাল (ডেপুটি রেজিস্ট্রার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়), মুহাম্মদ জাহিদ আল মামুন (উপ-পরিচালক, আরটিসি) এবং মোঃ আবুল হোসেন (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, এনএসভিএম অনুষদ)।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাচিব মোহাম্মদ তুষার, যিনি বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ড. রাহাত মাহমুদ (উপ-খামার তত্ত্বাবধায়ক, সি: স্কেল) এবং মোঃ আবদুল জলিল (সহকারী রেজিস্ট্রার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ)।
অন্যান্য সম্পাদকদের মধ্যে আছেন:
সাংগঠনিক সম্পাদক কে এম শাহাদৎ হোসেন মিয়া,
দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন মিঠু,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদ আল জামান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুইন আহমেদ,
অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন হাওলাদার,
তথ্য ও গবেষণা সম্পাদক এস.এম. মেহেদী হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ডলি বেগম।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন: সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ), ডেপুটি রেজিস্ট্রার মোঃ খায়রুল বাসার মিয়া (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ),
প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ আরিফুর রহমান,
চীফ মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান,
প্রকৌশলী মোঃ ফারুক হোসেন এবং
সহকারী রেজিস্ট্রার মোঃ এম. রিয়াজ কাঞ্চন শহীদ।
সদস্যদের তালিকায় আছেন:
মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ তৌহিদ আল রশিদ সরকার, সালমা আক্তার, ড. মোঃ মিরাজুল ইসলাম, ডাঃ সুলতানা রাবেয়া, মোঃ জিয়াউদ্দিন, শরীফ মেহেদী হাসান, মোঃ মুনিরুজ্জামান, মুহাঃ মাসুম বিল্লাহ, মোঃ আতাউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ আবদুল্লাহ আল ঈমাম, মোসাঃ নাসিমা বেগম, মোসাঃ মারুফা খাতুন, কাজী কাইয়ুম এবং মোসাঃ নাসরিন আক্তার।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি, যাদের কল্যাণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের নবগঠিত কমিটি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবে বলে আমি আশা প্রকাশ করছি।”
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক বলেন, “আমরা এ কমিটি যথাসম্ভব স্বচ্ছভাবে গঠন করার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত। বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে স্থবিরতা আনা হয়েছিল, আমরা চাই প্রশাসনকে যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে।”
বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শহীদ জিয়ার আদর্শের মতো সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে আপনারা সকলে কাজ করে যাবেন—এমনটাই আমার প্রত্যাশা থাকবে। পাশাপাশি সব কিছুতে সবাই নিজেদের বিবেকের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আশা করছি।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবগঠিত জিয়া পরিষদ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “জিয়া পরিষদ—এই নামটির সঙ্গে জড়িয়ে আছে এক ইতিহাস, এক আদর্শ, এক সংগ্রামের প্রতিচ্ছবি। এই সংগঠন যেন পরিশুদ্ধ চিন্তা, পবিত্র দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের এক আলোকবর্তিকা হয়ে উঠে, সে কামনা করি। সংগঠন গঠনের পেছনে থাকে উদ্দেশ্য, থাকে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির হাতিয়ার না হয়ে ওঠে, বরং হয়ে উঠুক জাতি ও প্রতিষ্ঠান গঠনের নির্ভরযোগ্য সঙ্গী।

তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণে দলীয় আনুগত্য নয়, বিবেকের স্বরকে অগ্রাধিকার দিন। আলোচনা ও পরামর্শকে ভালোবাসুন, মতবিরোধকে ঘৃণা নয়—সমঝোতায় রূপ দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদের পাশে আছি, থাকব। তবে মনে রাখবেন, নেতৃত্ব দায়িত্বের প্রতিশব্দ, আর আদর্শ হলো সেই নেতৃত্বের আত্মা। সেই আত্মাকে কখনও যেন আপনাদের আত্মপ্রবঞ্চনার আঁধারে ঢাকা না পড়ে। আমি আশাবাদী, আপনাদের নিষ্ঠা ও দেশপ্রেম একদিন এই বিশ্ববিদ্যালয়ের প্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি