NEWS DESK :গত ২০ই জুন কি অনলাইন নিউজ পোর্টালে ”কাশিমপুরে ৪০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগ ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাশিমপুর থানায় কর্মরত উপ- পুলিশ পরিদর্শক মনজুরুল ইসলাম ।। এক প্রতিবাদ বক্তব্যে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট,উদ্দেশ্য প্রণোনিত।আমি এমন ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই,তিনি বলেন এমন উদ্দেশ্য প্রণোনিত সংবাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন উল্লেখিত ঘটনা যেভাবে লেখা হয়েছে তাহা সম্পূর্ণ বানোয়াট, তিনি বলেন জুয়েল একজন মাদক কারবারি,মাদকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর সহ জুয়েলের বাড়িতে সম্ভাব্য স্থানে আমরা তল্লাশি করি কিন্তু কোন প্রকার মাদক না পাওয়ায় তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিতে পারি নাই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে যে কোন প্রকার মাদক না পাওয়া গেলে হয়রানি করা যাবে না, তাই আমরা তাকে আর কোন আইনগত ব্যবস্থা নিতে পারি নাই, তিনি আরও বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি এবং মাদক উদ্ধার এবং নিয়মিত মামলা দিয়ে থাকি।।অবশেষে তিনি বলেন আমার বিরুদ্ধে যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।