তাছলিমা আক্তার মুক্তা
সন্ধ্যা হোক’না অন্ধ কালো
রাতে জোনাক তাঁরা ,
শুভরাত্রি হবেনা কখনো
সঙ্গী তুমি ছাড়া ।
তাঁরার সাথে জোনাকপোকা
যে দিন দিবে আড়ি ,
ভালোবাসার সন্ধ্যা গুলো
কেমনে দেবো পাড়ি ?
আষাঢ় গগন এই তনু মন
চাইবে মানুষটাকে ,
সারাটাক্ষণ নীঘুম রাত্রি
খুজবে জীবন বাঁকে ।