1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চমেক হাসপাতালে র‌্যাবের সাড়াশি অভিযান : ২১ দালালকে শাস্তি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ আত্রাইয়ে বর্ষার আগমনে বেড়ে যায় ছাতা কারিগরদের ব্যস্ততা নামমাত্র রাষ্ট্র, নামমাত্র বিচার, নামমাত্র জীবন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পাটক্ষেত থেকে উদ্ধার হলো বিদেশি অস্ত্র ও গুলি সাজিদের মৃত্যর সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার: ড. নাসিরুদ্দিন মিঝি গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকে নামে , থানায় মামলা দায়ের ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল -না প্রকৃত ভূমিহীনরা চট্টগ্রাম সিটিতে যানজটের কারণে নগরবাসী অতিষ্ঠ বেলকুচিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত বগুড়া ধুনটে তরুন সমাজ কতৃক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

চমেক হাসপাতালে র‌্যাবের সাড়াশি অভিযান : ২১ দালালকে শাস্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
আজ ২৫ জুন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক সাজা দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি অপরাধ করে থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
আটকদের মধ্যে কয়েকজন রয়েছে যারা এর আগেও আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। তারা সাজা ভোগ করে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসময় জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতালকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক গণমাধ্যমকে জানান, যে ২১ জনকে আটক হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি