মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল করিম কিনা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং দানেজপুর গ্রামের বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পুটারবিল গ্রামের কামালের ছেলে আরিফ (৩০) এর সঙ্গে রেজাউল করিম কিনার একটি ব্যক্তিগত দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল (বুধবার) বিকেলে পল্লী বিদ্যুৎ মোড়ে কিনাকে একা পেয়ে আরিফ পেছন দিক থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালেই তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।