কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সারা বিশ্বের মাদক দ্রব্য নিষিদ্ধ দিবস পালিত হচ্ছে।এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে এবং সমাজের সকল স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার ডাক দিয়েছে পশ্চিম বাংলা পুলিশ ও কলকাতার পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা আই পি এস। সেই সঙ্গে প্রতিটি জেলার পুলিশ আধিকারিকরা। আজ বিশ্ব মাদক দ্রব্য নিষিদ্ধ দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় মাদকদ্রব্য সচেতনতা ও মাদক দ্রব্য সেব ক্ষতিকর নিয়ে আলোচনা ও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব ইতিমধ্যেই মাদক মুক্ত জেলা তৈরি করতে বড় ধরনের ভূমিকা পালন করছেন।তাই নয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বহ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছেন। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যে ভাবে মাদক দ্রব্য সেবন করছেন, তাদেরকে এই মারণ ফাঁদ থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা। এজন্য প্রতিটি থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। কোথাও গাঁজা ও মদ এবং হিরোইন সহ ফেনসিডিল মতো নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করেছে। পুলিশ অভিযানে গ্রেফতার করা হয়েছে বহু মাদকদ্রব্য ব্যাবসায়ীদের। বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সমাজের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের রক্ষা করতে বড় ভূমিকা পালন করতে হবে সমাজের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষের। এগিয়ে আবার আহ্বান জানিয়েছেন সমাজের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের। দেশ ও সমাজ এবং জাতির তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের রক্ষা করতে সবধরনের সহযোগিতা করছেন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সেই সঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে এবং মাদক দ্রব্য নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও রক্ষা করা যায় তাহলে দেশ ও সমাজ বাঁচাতে পারে। এই কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের কাছে আবেদন করেছেন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।