1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
৫০ তম বর্ষে প্রত্যয় নাট্যগোষ্ঠীর নতুন নাটক, "নিরালা নগর রূপকথা" মঞ্চস্থ হলো এবং দুটি বইয়ের শুভ উদ্বোধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে আহত আলমগীরকে আর্থিক সহায়তা দিলেন মহেশপুর ইউএনও খাদিজা আক্তার বারহাট্টায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিয়ারপাড়া ও সুজাপাড়া কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্তুর স্থাপন দেশের সেরা স্পাইন সার্জনদের একজন — ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা রাজাপুরে অর্ধযুগ ধরে স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা, বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে দিনাজপুর মহিলা পরিষদের শোক র‌্যালী রাণীশংকৈলে ১১ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, জরিমানা ২০ হাজার

৫০ তম বর্ষে প্রত্যয় নাট্যগোষ্ঠীর নতুন নাটক, “নিরালা নগর রূপকথা” মঞ্চস্থ হলো এবং দুটি বইয়ের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

আজ ২৫ জুন বুধবার, ঠিক সন্ধে সাড়ে ছটায়, একাডেমি প্রেক্ষাগৃহে, প্রত্যয় নাট্যগোষ্ঠীর পঞ্চাশ তম বর্ষে , দেবল গুহরায়ের পরিচালনায় নতুন নাটক, নিরালা নগর রূপকথা মঞ্চস্থ হলো এবং তাহারি লেখা দুটি বই অন্তরঙ্গ নাট্য সংকলন ” বারোয়ারি” এবং কাব্যগ্রন্থ ” “বানজারা হিল” এর শুভ সূচনা হলো।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে, পদ্মশ্রী খ্যাত, সবার প্রিয় মানুষ মমতা শংকর, যাহার হাত দিয়ে আজকের বইগুলি শুভ সূচনা হলো,
শুভ সূচনার পর অতিথীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

এই প্রথম প্রত্যয় নাট্যগোষ্ঠীর ৫০ তম বর্ষের নতুন ভাবনা ও নাটক এবং দেবর গুহরায়ের লেখা ও নির্দেশনা , সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিবেশিত হল,” নিরালা নগর রূপকথা” যা আগে কখনো কোন মঞ্চে উপস্থাপনা হয়নি।

এই নাটকে অভিনয় করেছেন, সুপর্ণা গাঙ্গুলী , ইন্দ্রানী চ্যাটার্জী, সুপ্রিয়া অধিকারী , সৃষ্টিলেখা ঘোষ, উর্মি ঘোষ, সবিতা নন্দী, স্বাতী সিংহ রায়, স্মৃতি সান্যাল।

মঞ্চ- তাপস সিংহ , সংগীতে- সুপ্রিয়া অধিকারী, আলোতে- মনোজ প্রসাদ, শব্দ প্রক্ষেপনে- কৌশিক সজ্জল, নামাঙ্কনে- সুব্রত ঘোষ, সাজ-বাপ্পাদিত্য, মঞ্চ নির্মাণ- সুরজিৎ দে।

প্রকাশনায়, পরম্পরা প্রকাশনী, প্রকাশনার কর্ণধার নতুন বাবু একটি কথাই বললেন, দেবল রায়ের দুটি বই আমি প্রকাশ করতে পারায় নিজেকে ধন্য মনে করি, যাহার লেখার মধ্যে ধার আছে, যাহার লেখাতে অনেক কিছু বুঝিয়ে দেয়, আমি অনেক লেখকের বই প্রকাশ করেছি, এই দুটি বই অনবদ্য। যিনি শুধু লেখক ও পরিচালক নয়, তাহার কণ্ঠের মধ্যেও অনেক রকম সুর বাধা আছে, যখন যেখানে যেরকম প্রয়োজন মনে হয় ,তিনি সুর ব্যবহার করতে পারেন।

অন্যদিকে যিনি সকলকে সাথে নিয়ে চলতে চেষ্টা করেন, প্রত্যয় নাট্য গোষ্ঠীর কর্ণধার ও প্রতিষ্ঠাতা তাপস সিংহ বলেন, আমি নিমিত্ত মাত্র, আমরা সবাই একটি পরিবার, তাই চেষ্টা করেছি, ৫০ বছর ধরে সবাইকে নিয়ে পথ চলা, এবং চেষ্টা করেছি ৫০ তম বর্ষে মেয়েদের নিয়ে কিছু যদি করা যায়, তাই পরিচালক দেবল গুহর লেখা ও নির্দেশনায় এই নাটকটি মঞ্চস্থ করতে পেরেছি, নাটকটির মধ্যে রয়েছে মেয়েদের ভাবনা চিন্তা, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের অত্যাচারের কাহিনী, এবং মেয়েরা যে দশভূজা হতে পারে তার কাহিনী, অবশেষে জয়,
৫০ বছর ধরে কোনরকম সরকারি সাহায্য না নিয়ে, চেষ্টা করে চলেছি, ছোট ছোট ছেলে মেয়েদের নিজে হাতে তৈরি করে একটি করে নাটক মঞ্চস্থ করার, ভিন্ন স্বাদের গল্প অবলম্বনে, বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হয়েছে, তাহার মধ্যে বেশ কয়েকটি নাটক, নাট্য প্রেমীদের মন জয় করতে পেরেছে, এই নাটকটিও আমাদের আজ দ্বিতীয় শো, প্রথম শোতে দর্শক উচ্ছাসিত নাট্যপ্রেমীরা উচ্চশিত।

আজও আমার ডাকে ও দেবল গুহরায়ের ডাকে সাড়া দিয়ে বহু অনুমানীয় নাট্যপ্রেমীরা এসেছেন, আমাদের এই ছোট্ট নাটকটি উপভোগ করতে। আশা করছি আজও দর্শকের মন জয় করবে। সকলে আমাদের ডাকে সাড়া দেওয়াই আমরা আনন্দিত ও খুশি।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি