কামরুল ইসলাম
রাউজান থানাকে মাদক মুক্ত করতে দিনরাত নির্ঘুম রাত কাটিয়ে যাচ্ছে রাউজান হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ভুঁইয়া দিক নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে তার ঐ অংশ হিসেবে বিশেষ অভিযানে রাউজানে চোলাই মদসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী
চট্টগ্রামের রাউজানে হাইওয়ে থানার হাইওয়ে পুলিশের অভিযানে ৭৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২,৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) হোসেন ইবনে নাঈম ভূঁইয়া এবং তার সঙ্গীয় ফোর্স নিয়মিত রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
আরো জানা যায়, গত ২০ জুন (শুক্রবার) গভীর রাতে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে পুলিশ। চেকপোস্টে একটি লাল রঙের পুরাতন সিএনজি অটোরিকশা তল্লাশির সময় গাড়ির ইঞ্জিন বক্সে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মদ পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ বেলাল (৪০), পিতা মোঃ বাহার, গ্রাম: গাংচিল, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী, মোঃ নাজিম উদ্দিন (২৮), পিতা মোঃ আব্দুল আলম, গ্রাম: সুখ বিলাস মধ্যম পাড়া, ৮নং ওয়ার্ড, ১০নং উত্তর পদুয়া ইউনিয়ন, থানা: দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।