মারুফ সরকার, প্রতিবেদক :
“ন্যায়, শান্তি ও সুশাসনের পথে”—এই মূলমন্ত্রকে ধারণ করে সদ্য গঠিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ শান্তির দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।
বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ সহিদ স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের সকল প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি যথাযথভাবে দাখিল করা হয়েছে। আবেদনপত্রে দলের গঠনতন্ত্র, জাতীয় ও জেলা কমিটির তালিকা এবং প্রস্তাবিত দলীয় চাঁদ প্রতীকের সুপারিশ সংযুক্ত ছিল।
বাংলাদেশ শান্তির দলের পক্ষ থেকে জানানো হয়,
“বাংলাদেশ শান্তির দল সমাজে ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন আমাদের আবেদন যথাযথভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।”
এর আগে নির্বাচন কমিশন ২০২৫ সালের মার্চ মাসে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্ধারিত সময়সীমা ২০ এপ্রিলের মধ্যে বাংলাদেশ শান্তির দল আবেদনপত্র জমা দেয়।
বর্তমানে নির্বাচন কমিশন আবেদনপত্র যাচাই-বাছাই ও মাঠ পর্যায়ে তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে “বাংলাদেশ শান্তির দল” শিগগিরই একটি নিবন্ধিত রাজনৈতিক দলে পরিণত হবে।
বাংলাদেশকে একটি শান্তি ও শৃঙ্খলাময় এবং সমূদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে ছাত্র, যুব, পেশাজীবীসহ সকল নাগরিকবৃন্দকে বাংলাদেশ শান্তির দলের পতাকাতলে একতাবদ্ধ হয়ে দলের নিকটতম কার্যালয় /কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা গেল |