1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
খাগড়াছড়ি দিয়ে ফের দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন করিয়েছে বিএসএফ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ জন জেলেসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ ডুমুরিয়ার‌ খর্নিয়া ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি অমর একুশে জুলাই কে সামনে রেখে, মিছিল ও সভা করলেন , বরানগর পৌরসভার, ৭,৮,ও ১০ ওয়ার্ড একত্রিতভাবে ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে ভোলার মনপুরায় জামায়াতের স্বাগত মিছিল গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৪৫ পুলিশ সদস্য আহত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে শ্যাওলা জমে কাঠের ব্রিজ হুমকির মুখে, পরিদর্শনে ইউএনও উলিপুরে ভিক্ষুকদের পুনর্বাসন: “আর ভিক্ষা করব না”—ছাগল পেয়ে আবেগাপ্লুত পঙ্গু বছির শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড,বেতন ফেরতের নির্দেশ দিনাজপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি দিয়ে ফের দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন করিয়েছে বিএসএফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম গণমাধ্যমকে জানান, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে নয়জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ভারতে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত এখনও চলছে।

 

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পুশইনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সীমান্ত আইন লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ ও আলোচনার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি