নিজস্ব প্রতিবেদক, আনোয়ার হোসেন | গলাচিপা (পটুয়াখালী), ২৬ জুন ২০২৫
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি জননেতা নুরুল হক নুর-এর নির্দেশনায় পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোর্ট ফাইল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রেও এ কার্যক্রম বিস্তৃত করা হয়।
বিতরণ কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, কোর্ট ফাইল ছাড়াও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদ ইমরান, সরকারি কলেজ শাখাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন—
“অর্থনৈতিক বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে না। তাই তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এক শুভেচ্ছা বার্তায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন—
“তোমরা মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নাও। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হও—এই প্রত্যাশা রাখি।”
ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সহায়তায় অগ্রণী ভূমিকা রাখতে সংগঠনটি বদ্ধপরিকর।