ববি প্রতিনিধি।
ভর্তির ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
সকাল ৯টা ৩০ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হচ্ছে সেই আলো যা উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করে, শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার যা একজন মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ একটি প্রতিষ্ঠান নয়। এটি এমন একটি অধ্যায় যেখানে থাকবে জ্ঞানার্জন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি গঠনকরা ও ব্যক্তিগত বিকাশের সুযোগ।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, দেরিতে হলেও আমরা সেই প্রোগ্রামটা করতে পেরেছি। সে জন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আরো সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা এই দিনটি পালন করবো।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে নবীনদের অভ্যর্থনা জানান।
কঠিন সময়ে পরিস্থিতির কারনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে কিছুটা দেড়ি হলেও আক্ষেপ নেই শিক্ষার্থীদের। পরবর্তী ব্যাচগুলো ক্যাম্পাসে আসার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় যেন বরণ করে নেয় এটাই তাদের প্রত্যাশা।