মোঃস্তাক আহমেদ বাবু রংপুর,
বৃহস্পতিবার ২৬ জুন বিকেল ৪ ঘটিকার সময় রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদানগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৩২০টি ঘর ভূমিহীন- দের মাঝে সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে উদ্বোধন করেন ভূমি কর্মকর্তা
৪নং অন্নদা-নগর ইউনিয়নে গত জোট সরকারের আমলে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রয়ণ প্রকল্প এখন বস- বাসের জন্য উপযোগী করা হয়। প্রকল্পের ঘর নির্মাণ শেষে উপকার-ভোগীদের সঠিক নির্বাচন করে ঘর বিতরণ করা হলো।
তবে অনিয়ম হয়ে থাকলে বরাদ্দ বাতিল করে প্রকৃত আশ্রয় -হীনদের নামে নতুন করে বরাদ্দের আশ্বাস দিয়েছেন পীর- গাছা ভূমি কর্মকর্তা। তিনি দুরাবস্থার কথা স্বীকার করে ঘর বরাদ্দে অনিয়ম হয়ে থাকলে বন্দোবস্ত বাতিল হবে বলে জানান।স্থানীয়রা জানান ২০২৩ সালে উপজেলার নিরাশ্রয় মানুষের জন্য প্রত্যন্ত শল্লার-বিলে সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়। আশ্রয়ন প্রকল্প। এর আগে প্রথম ধাপে ১১০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তরের করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০২৪ সালে। দ্বিতীয় ধাপে নতুন করে ৩২০টি ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হলো।
তবে বেশিরভাগ অসচ্ছল পরিবার এখানে ঘর বরাদ্দ পেয়েছেন বলে জানান অন্নদা নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিল্লুর রহমান মাস্টার। কিন্তু একদিনের জন্য এখানে থাকতে আসেননি বলে অভিযোগ অনেকের এসবঘরে তালা ঝুলিয়ে নিজেদের বাড়িতেই বসবাস করছে অধিকাংশ পরি- বার।
আগের পাকা ১১০টি ঘরে ৩০ থেকে ৩৫ ঘরে মানুষ থাকেন, নিতান্ত নিরুপায় বলেই দুর্ভোগ শিকার করে থাকছেন তারা। বছরের পর বছর পরিচর্যার অভাবে সেই ঘর গুলো ভুতুড়ে পরিবেশ অনেক ঘরেরখালি ঘর দিয়ে কি করবেন কারণ কোন প্রকার কর্মসংস্থা- নের সুযোগ নেই।
টেকসই উপকরণ ব্যবহার না করা এবং অর্থের বিনি -ময়ে অথবা দলীয় বিবেচনায় ঘরগুলো বরাদ্দ দেয়া ওই সময়ে নির্মিত প্রকল্পে ঘর গুলোর মূল উদ্দেশ্য ভেস্তে গেছে বলে মনে করেন বসবাসকারীরা।