জেনিফ নান্দাইল উপজেলাঃ
হামলা, মামলা, নির্যাতিত নেতাকর্মীদের ছায়ার মতো পাশে থাকা- দুর্যোগে ত্রাণ সহায়তা, অতি দারিদ্রদ্র্য মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রীয় ঘোষিত সকল রাজপথের কর্মসৃচিতে সক্রিয়ভাবে দেখা গেছে
নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য নাসের খান চৌধুরী কে নান্দাইল উপজেলার তৃণমূল থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কান্ডারী, পুরো নান্দাইল উপজেলায় উনি এখন আলোচনার কেন্দ্র বিন্দু।
তিনিই যোগ্য ব্যক্তি যিনি দেখিয়েছেন কিভাবে দুঃসময়ের কর্মীদের পাশে ছায়ায় মতো লেগে থেকে নেতৃত্ব দিতে হয়।
বিগত আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাসের খান চৌধুরীর এর নেতৃত্বে ,নান্দাইল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগটনের নেতা কর্মীরা ও জনসাধারণ এক কাতারে শামিল হয়ে আন্দোলন করেছে। সর্ববৃহৎ আন্দোলন ছিলে তার সক্রিয় অংশগ্রহণ।
বিভিন্ন পত্র পত্রিকায় তাকে নিয়ে ছাপা হয়েছে সাহসী খবর। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সবাইকে তাক লাগিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিলো তার শক্ত অবস্থান। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি নেতাকর্মীদের নিয়ে সাহসীকতার সাথে পালন করতে দেখা গেছে।
এ সবই সম্ভব হয়েছে তার সততা, প্রজা, মেধা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার দ্বারা। তিনি ছিলেন নান্দাইল উপজেলার গণমানুষের প্রিয় নেতা মানবতার ফেরিওয়ালা ।আওয়ামী দুঃশাসনের স্বীকার শতশত কর্মীকে বিনা খরচে জামিন করিয়েছেন। আটক নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, আটক পরিবারে দিয়েছেন আর্থিক সহায়তা। তিনি নান্দাইল উপজেলার বিগত দিনে সকল প্রকার দুর্যোগে মানবতার ফেরিওয়ালা হয়ে ত্রাণ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন তিনি। বিশেষ করে নান্দাইল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন সময়ের সাহসী এই নেতা।
ময়মনসিংহ ৯ নান্দাইল আসন থেকে আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আপোষহীন নেতা ধানের শীর্ষ মার্কার প্রার্থী নাসের খান চৌধুরী বিকল্প নেই ভাবছেন নান্দাইল এলাকার লক্ষাধিক মানুষ।