1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ভাঙ্গুড়ায় চুরি বিতর্কে বাঁশের লাঠির আঘাতে আহত ১ কয়লার মূল্য কমিয়ে খনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত আলোচিত সোহেল হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন পাঁচবিবিতে ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে প্রাণ গেল এক যুবকের পাঁচবিবিতে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবের দোয়া মাহফিল ও কুরআন খতম নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার ডিবি পুলিশের হাতে লুণ্ঠিত মালামালসহ ৩ জনকে আটক ওসি চান্দঁগাও এর নেতৃত্বে ৭জন পেশাদার চোর আটক দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় – বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. শামীম হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনার সবাই মাদকের বিরুদ্ধে সাহসী যোদ্ধা। আরও একটি গোষ্ঠী রয়েছে যারা আমাদের শত্রু। ওই গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দায়িত্বকে সবার সামনে তুলে ধরতেই আজকের এ আয়োজন। মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সুস্থ ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের অপব্যবহারে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। যারা মাদকে জড়িত হয়েছে তাদের অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবীর ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও সবশেষে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি