স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ২৭ শে জুন শুক্রবার সকাল ১০ টায় দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য ঐতিহ্যবাহি লোহাগাড়া উপজেলা আওতাধীন সেনেরহাট শ্রীশ্রী মহানাম বন্ধু মঠ ও মিশন থেকে শুরু করে মগদিঘীর বাজার সংলগ্ন শ্রীশ্রী মা মগধেশ্বরী কমপ্লেক্স ও শ্রীশ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে সনাতনী ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথ যাত্রা হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিমের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা কর্মসূচি করা হয়।
এতে উপস্থিত ছিলেন উদ্বোধক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রক্ষচারী মহারাজসহ অন্যান্য অতিথিবৃন্দ ও লোহাগাড়া যুব সদস্য ছয়জন – স্বরূপম দেবনাথ, মোহাম্মদ ইসমাইল,আবতাহি বখতেয়ার, আসরার হোসাইন ছমিম, উম্মে ছাইবা ও সাবরিনা সদস্যবৃন্দ ছিলেন।