মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ের থযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকালে জেলা শহরের শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রম ও ইসকন মন্দির থেকে পৃথকভাবে রথযাত্রা বের করা হয়।এসময় হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শ্রী কৃষ্ণ ও শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজায় অংশ নেন। এসময় উলু ধ্বনিতে সেবাশ্রম প্রাঙ্গণ মুখোরিত হয়ে ওঠে ও ভক্তরা প্রসাদ নেন।
এছাড়া কোটালীপাড়া উপজেলার ইসকন মন্দির, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি, সিংগা গ্রামের অনাথ আশ্রম ও টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রম থেকে পৃথকভাবে রথযাত্রা বের করা হয়। এ উপলক্ষ্যে পাচুড়িয়া তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে মেলা। এসব অনুষ্ঠানে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ অংশগ্রহণ করে বলে জানা গেছে।