মোঃ মোবারক হোসেন
বিশেষ প্রতিনিধি,
২৮ জুন ২০২৫ইং শনিবার
বেলাব উপজেলা, সল্লাবাদ ইউনিয় নীলক্ষিয়া গ্রাম, ১ নং ওয়ার্ডের সভাপতি মরহুম মজলু মিয়া ও ২ নং ওয়ার্ড সভাপতি মরহুম রফিজ উদ্দিন মেম্বারের স্মরণ দোয়া ও মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়, আজ শুক্রবার বাদ মাগরিব
২৭/৬/২০২৫ইং, উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক
মোঃ কামরুজ্জামান সরকার, মোহাম্মদ ইসমাইল ফরাজি ছাত্রদল, মোঃ শাওন প্রদান ছাত্রদল, মোহাম্মদ জাকির তালুকদার ব্যবসায়িক, মোঃ মোক্তার হোসেন ব্যবসায়ী, উপস্থিত ছিলেন শাহজাহান বিডিয়ার, শামীম মিয়া মালয়েশিয়া প্রবাসী, জহির বিডিআর,
অপু মাস্টার, ইউনুস মিয়া, রুহুল আমিন, মোঃ কামরুল ইসলাম কাদু, আফিল উদ্দিন, রতন মিয়া,সার্বিক তত্ত্বাবধানে, মোঃ মোবারক হোসেন, সভাপতি বেলাব উপজেলা প্রবাসী তরুণ দল।