কামরুল ইসলাম চট্টগ্রাম
চান্দগাঁও থানার
অফিসার ইনচার্জ ওসি আফতাবের দিক নির্দেশনা মোতাবেক এসআই/হৃদয় মাহমুদ লিটনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ইং ২৭/০৬/২০২৫ তারিখ রাত ০১:২০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী 01| মোঃ জসিম উদ্দিন (১৯) পিতা-মোঃ মিলন, মাতা-মনি আক্তার, সাং-কালিবাড়ী সুচি পাড়া, সেকান্দর এর বাড়ী, থানা-শাহরাস্তি, জেলা-চাদপুর, বর্তমানে-কালা মিয়া বাজার, রফিক সওদাগরের বিল্ডিং, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ ইসমাম বিন ইব্রাহীম (১৯), পিতা- মোঃ ইব্রাহীম মুন্না, মাতা-ইয়াসমিন সুলতানা রনি, সাং-আলী নগর, দৌলধর মসজিদ সংলগ্ন ইব্রাহীম এর বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পুরাতন চান্দগাঁও, আফসার ভিলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ সিরাজ (২১),পিতা- মোঃ সেলিম, মাতা-রুবি আক্তার, সাং-সিএন্ডবি, ফজু সেরাং এর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ আব্দুল কাউয়ুম মাহিন (২০), পিতা-মোঃ সিরাজ, মাতা-শাহানাজ বেগম প্রঃ তাহিনুর ইসলাম, সাং-ফুলতল, ইমিত এর বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-টাওন সেন্টার সংলগ্ন, খুলশী-০২, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ সোহেল (৩০), পিতা-মোঃ নুরুল আলম, মাতা-ময়না আক্তার, সাং-বরিশাল বাজার, রিয়াজ উদ্দিন উকিল বাড়ী, জামাল কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান), ০৬। মোঃ বেলাল (৩৫), পিতা-আব্দুর রব, মাতা-কহিনুর বেগম, সাং-ওসমানগঞ্জ, মতলব সর্দার বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-বরিশার বাজার, বক্কর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ তাজ্জাদ হোসেন (১৯), পিতা- মোঃ রফিক, মাতা-কোহিনুর বেগম, সাং-খুরুশকুল, ফজু সিকদার পাড়া, ০১নং পৌরসভা, থানা- সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাতা, ওসমান সিকদার বাড়ী, সরোয়ার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮ (ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।